ফেসবুকে সেদিন হঠাৎ করে দেখা হয়ে গেল প্রিয় মানুষ, প্রিয় আঁকিয়ে সুজন্দার সাথে। বাপ হবার আনন্দে আমি তখন উদ্বেল। সুজন্দা জিগাইলেন আছি কেমন, কইলাম বড্ড আনন্দে আছি, মেয়ে দুইটার দিকে তাকাইলেই হাসি একান-ওকান হয়ে যায়। তারপর মনে পড়লো অনেক আগে নিজের একটা খোমা সুজন্দার দপ্তরে পাঠাইছিলাম আজ পর্যন্ত প্রাতঃস্মরণীয় হয়ে উঠি নাই। সংকোচের মাথা খেয়ে ভাইজানকে বলে বসলাম, আমার একটা খোমা একে দেন, না হ...
সুজনদার আঁকা আমার বড়ো ভালো লাগে, সেইসাথে ভালো লাগে ওনার অত্যন্ত উঁচুদরের পরিশীলিত রসিকতাবোধ। আমি ওনার নিজস্ব ব্লগের বান্দা কাস্টমার------ প্রায়ই সেখানে ঢুঁ মারি নতুন কি করলেন দেখার জন্য......
'আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে' সিরিজে উনি অনেককে প্রাতে চা খেতে খেতে স্মরণ করে কাগজে কলমে প্রাতঃস্মরণীয় করেছেন। মনে অনেক দিনের আশা ছিল কবে আমি সেই দলভুক্ত হবো!!!! ফেইসবুকে সুজনদাকে প্রা...