মানুষের কতো রকম গুণ থাকে...কারো গলার স্বর থাকে গমগমে। কারো হাতের লেখা হয় মুক্তার মতো। এখন এই কী বোর্ডে লেখালেখির যুগে এই গুণ টা দিনদিন অচেনা হয়ে যাচ্ছে। 'মুক্তার মতো লেখা' এই কথাটাই তো শুনিনি অনেকদিন...
তো যাই হোক, আমি বলছি অনেক কাল আগের কথা। যখন 'হাতের লেখা' একটা গুণ বলে বিবেচিত হতো। যখন মানুষ ট্রেনে,বাসে পরিচিত মানুষকে চিঠি লিখতো...
আমি তখন ভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ি। ক্লাসের নামে ...