[কোন ভাল বই পড়া হলে স্বাভাবিক ভাবেই অনুভুতি ভাগ করে নেবার ইচ্ছা হয়। অনুবাদ কাজটা বেশ দীর্ঘ আর কপিরাইটের হ্যাপাটাও কম না। তবু অতি পছন্দের কিছু বই অনুবাদের বাসনা মাঝে মাখে মাথাচারা দিয়ে ওঠে। হরেক কিছিমের বাঁধা কাটিয়ে সেগুলোকে সামনে নিয়ে আসতে আরো কিছু সময় আর মনোবলের দরকার হবে মনে হচ্ছে। সেক্ষেত্রে একটা সহজ উপায় মনে হল সারাংশ লেখা। এতে সময় যেমন কম লাগবে তেমনি কপিরাইটের ঘাপলাও এড়া...