এই স্বল্প জানার পরিধি নিয়েও এমন একটা লেখা ফেঁদে বসার কথা আমার নয়। কিন্তু গত কালকের একটা ঘটনা মনে হলো একটু আলোচনায় আনতে পারলে অন্তত কে কি ভাবছে সেটা জেনেও নিজের দুর্বলতা কিছুটা দূর হবে। লেখাটিকে কেউ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করবেন না আশা করি।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে, যুদ্ধাপরাধের সাথে সরাসরি সংযুক্ত থাকা একটি দল হিসেবে জামায়াতে ইসলামির নাম পাওয়া যায় ইতিহাসের সর্বত্র।
তারপর ও যখন আজকাল জামাতের কেন্দ্রিয় নেতারা দাবী করেন, জামাত মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, তখন আপনি বা আমি গালে হাত দিয়ে বসে ভাবি, এদের কি সামান্য তম লজ্জাও নেই?
কিন্তু এদের এই কথা গুলো যখন শিক্ষিত, আপাতদৃষ্টিতে বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ দে...