ইশ্বর বলে কেউ আছেন কিনা জানিনা। থাকলেও তিনি অন্তত আমার ব্যাপারে বেশ কঞ্জুষই মনে হয়। কিংবা বেশি বেশিই রসিক! সুখ নামক সুপার দুপার বাম্পার হিট সিনেমার এপর্যন্ত বেশ ক'খানা জম্পেষ ট্রেইলার দেখিয়েছেন তিনি, কিন্তু সিনেমা দেখতে চাইলেই বেজার মুখে বলেন ডিভিডিতে স্ক্র্যাচ! ফাঁকতালে দুঃখের সিরিয়ালটা মেগা ছারিয়ে গিগা পার হয়ে গেলো বলে!
***
বেশ ছিলাম। খাওয়া-দাওয়া-কলকলানো নিয়ে, কখনও হেসে, কখ...