১.
[justify] গত ২ সপ্তাহ ধরে প্রচন্ড খারাপ দিন যাচ্ছে, যতই জমজমের পানি দিয়ে মুখ ধুইনা কেন, সকালে ঘুম থেকে উঠতেই মুখ দিয়ে ক্রমাগত খিস্তি বের হতে থাকে। আজকে আমার এখানে রবিবার, তাই ঘর পরিষকার করতে শুরু করেছি, দীর্ঘ আড়াই মাস পরে আমার স্ত্রী ঢাকা থেকে ফিরে আসছে আগামী মঙ্গলবারে, তাই আমার ‘উপায় নাই গোলাম হোসেন’ মার্কা অবস্থা। অভুক্ত অবস্থায় এই কাজকর্ম চলছে, এর মাঝে এক আংকেল ফোন দিলেন, তার এ...