১.
আমার আব্বা সবসময় একটা গল্প বলেন। নোয়াখালির ভাষায় "আণ্ডা বেঁয়ারীর" গল্প। আণ্ডা মানে তো বুঝতেই পারছেন, ডিম। বেঁয়ারী শব্দটা হলো "ব্যাপারী"র (ব্যবসায়ী) নোয়াখাইল্লা ভার্সান। তো গল্পটা একজন ডিমের ব্যাপারীকে নিয়ে -
একদেশে এক লোক ছিলো, সে ভীষন অলস ছিলো, দরিদ্র ছিলো, ইত্যাদি ইত্যাদি। সে একবার ধার-কর্জ করে কিছু মুরগী কিনলো। কিছুদিন পর মুরগীগুলো ডিম পাড়লো। একদিন সে ঝাঁকা ভরে ডিম নিয়ে বাজ...