সকালে আজ ঘুম ভেঙ্গেই টের পেলাম মাথায় ভীষণ যন্ত্রণা। এটা বেশ কদিন ধরেই হচ্ছে। আবার মাঝরাতে রোজই প্রায় ঘুম ভেঙ্গে যায়। কিছুক্ষণ হাঁটি, মাঝে মধ্যে কম্পু অন করে বসে থাকি, ভূতগ্রস্ত যেন। কোন কাজেই আমার ঠিক মন লাগছে না। শরীরটাও খারাপ আবার মনেও চাপ পড়েছে বেশ। ভার্চুয়াল জগতের চাপ এসে বাস্তবে হানা দিচ্ছে এটা বড়ই অস্বস্তিকর। এতসব অস্বস্তির মধ্যেও দুপুরের লাঞ্চের সময় মেসেজ এলো [url...