বিদেশে বাংলাদেশী ছাত্রছাত্রীরা বেশীরভাগ ক্ষেত্রেই স্ব স্ব পরিসরে পরিশ্রম আর মেধার স্বাক্ষর রাখতে সমর্থ হয়। কোনো দিক দিয়েই তারা উন্নতদেশের ছাত্রছাত্রীদের তুলনায় পিছিয়ে নেই। শুধু একটি ব্যাপারে বাংলাদেশী এই উজ্জ্বল মুখগুলো তাদের থেকে পিছিয়ে আছে। এদেশীয় ছাত্ররা যখন খুব উৎসাহ নিয়ে বলতে থাকে, ‘জানো আমি সামারে অমুক বৃদ্ধাশ্রমে ভলান্টিয়ার হিসেবে কাজ করেছি, তমুক স্কুলে কাজ করে...