আপডেটঃ৩
থার্ড সেশন রানিং।
সবাই বই বের করে। আমিও করবো বলে ঠিক করেছিলাম ছেলেবেলায় যখন প্রথম বইমেলায় যাই, তখন।
এবং অবশেষে ধুগোরও বই বের হবে বইমেলায়। প্রচ্ছদ সমাপ্ত হয়েছে। ফ্ল্যাপের লেখার জন্য দ্রোহী মেম্বরকে নিয়োগ দেয়া হয়েছিলো। কিন্তু তিনি ইউনিয়নের গম কাঁধে তুলে কই যে গেলেন, পাত্তা পাওয়া যাচ্ছে না! এদিকে তাঁর লেখা ছাড়া ফ্ল্যাপটাও শেষ করা যাচ্ছে না।
আপাতত বইটির প্রচ্ছদটা দ...