এবারে বইমেলায় দুই হাতে বই কিনেছি, প্রাণ ও পকেট দুইই খুলে। আমার অভিজ্ঞতায় বলে, মেলায় গিয়ে বই কেনার জন্যে সবচেয়ে ভাল সঙ্গী হলেন আমাদের সচল নজরুল ইসলাম ভাই। কোনায় কানায় নানা আড্ডার ফাঁকে ফাঁকে হুট করেই মাথায় বাই চাপতো, এক্ষুণি বই কিনতে যেতে হবে। ব্যস, আমি আর নজু ভাই তখন দুদ্দাড় ছুট লাগিয়ে বই কিনে নিয়ে আসতাম।
মেলা শেষে বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে একশ কুড়ির কিছু বেশি, ওজনে হয়েছে ২৮ কেজি। ও...