[justify]হাসান মোরশেদ সুজনেষু,নিভৃতচারী কিন্তু আমাদের অনেকেরই প্রিয় লেখক,ব্লগার,বন্ধু। বাংলাদেশের বিশেষ দিন গুলোতে তাঁর লেখা দেখতে না পাওয়াটাই বিস্ময়ের। মুক্তিযুদ্ধের, মুক্তচিন্তার, মুক্তমনের, যুক্ত সাহসের, আমাদের অনেককে প্রেরণা দেওয়া এই মানুষটিকে অনেক দিন ধরেই দেখি,পড়ি এবং পড়তে ভালোবাসি। আজ,পানপাত্রের সুরা উঁচু করে ধরি তাঁর সম্মানে,গাঢ় আন্তরিকতায় বেঁধে বলি: শুভ জন্মদিন! আরো ব...