ছোটবেলায় তাঁর নাম ছিল ‘রাণী’। আমার আব্বার কাছে পরিচিত ছিলেন ‘রাণী খালা’ হিসেবে। শহরের আসকারদীঘির পাড়ে ‘তুংফং’ নামে এক চাইনিজ রেস্টুরেন্ট ছিল তাদের। বাসাও ছিল ওই একই জায়গায়। চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের অনেকেরই তখন আসা-যাওয়া ছিল সে বাড়িতে। তবে তখন তাদের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলেন রাণীর বড় বোন রবীন্দ্রসঙ্গীত শিল্পী কুমুম হক- হেমন্তের কাছে যিনি গান শিখতে গিয়েছিলেন......
[img...