Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

আল্লাহ তোমার মাকে হেফাযত করবেন

দীর্ঘশ্বাস.....১

মূর্তালা রামাত এর ছবি
লিখেছেন মূর্তালা রামাত (তারিখ: বুধ, ১৭/০৩/২০১০ - ৬:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

১৩ ডিসেম্বর ১৯৭১
স্থান: সাংবাদিক সেলিনা পারভীনের বাসা।
সময়: মাঝরাত।
সেলিনা পারভীন টেবিলের সামনে বসে একমনে কিছু লিখছেন। এমন সময় ঘুম ঘুম চোখে তার আট বছর বয়সী ছেলে তার পেছনে এসে দাঁড়ায়।
সুমন: মা?
সেলিনা পারভীন:(চমকে পিছনে ফিরে) ও তুই, ঘুম থেকে উঠেছিস কেন?
সুমন:(ঘুম চোখ কচলাতে কচলাতে) আমার ভয় করছে, মা।
সেলিনা: (সুমনের মাথায় হাত বোলাতে বোলাতে) বোকা ছেলে, ভয়ের কী আছে? মা তো পাশেই আছে!
এমন সম...