ধরা যাক আপনি গ্রামবাংলার দরিদ্র কৃষকদের একজন। একমাত্র মেয়েটিকে নিয়ে আপনার পরিবারে অনেক স্বপ্ন। মেয়েটি লেখাপড়ায় ভালো। এইচএসসি পাশ করে সে ঢাকার একটি নামকরা কলেজে চান্স পেলো। আপনি ধার দেনা করে ভর্তির টাকা যোগাড় করে তাকে ঢাকায় পড়তে পাঠালেন। আপনার মেয়ে কলেজে ভর্তি হলো ঠিকই কিন্তু তার নামে হলে বরাদ্দ সিটটি সে পেলো না। কলেজ প্রশাসনকে থোড়াই কেয়ার করে হলের কতৃত্বে থাকা ক্ষমতাসীন দল...