[justify]
আমি শিশু ভালবাসিনে!
আঁতকে উঠিলেন? কি পাষণ্ড মেয়ে রে বাবা। শিশুরা হলো স্বর্গের দূত, ফুলের মতো!
জ্বি তাহা জানি, মানিও।
ফুটফুটে বাচ্চা দেখিলে আদরই করি, হাত বাড়াইয়া কোলেও টানিয়া লই।
তবে?
তবে পালিতে চাহিনে, দশ'বারোটা তো দূর... দুটো ছানাও বড় করিতে গিয়া আমি জীবন বিসর্জন দিতে রাজি নহি।
আলটপকা বকিতেছি না, এ শিক্ষা হাড়ে মাংসে প্রাপ্ত...