Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

নয়াদিগন্তের পাঠক

প্রসঙ্গ নয়াদিগন্ত: আগুনে আরো একফোঁটা ঘি!

পান্থ রহমান রেজা এর ছবি
লিখেছেন পান্থ রহমান রেজা (তারিখ: শনি, ২০/০৩/২০১০ - ১:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঘটনাটা দেখি প্রতি শুক্রবারে। জুম্মার নামাজ পরে যখন বের হই। মসজিদ থেকে বের হলেই সামনের বাসার দেয়াল জুড়ে সাটানো সংগ্রাম। ঘাতক রাজাকার-আলবদরদের মুখপত্র। প্রায়ই দেখি মসজিদ থেকে বের হয়ে ছেলে-বুড়ো-তরুণ সবাই পড়ছে। গলি ধরে পশ্চিমে মূল রাস্তায় গেলে দেয়ালে সাটানো থাকে নয়াদিগন্ত। নিরপেক্ষতার মুখোশ পরে জাশি’র মতবাদ ফেরিওয়ালা। পত্রিকার বিষয়বৈচিত্র্য’র কারণেই মনে হয় এখানে পাঠকসংখ্যা ...