আমার একটা বদস্বভাব হল, একটা কিছু ভাল লাগলে সেইটা নিয়ে প্যাচাল পাড়তে পাড়তে আশেপাশের মানুষের কান পঁচায়ে দেই। যেমন, ভাল লাগা কোন কম্পিউটার গেম। কয়েকদিন আগেই খেলে সারলাম একটু পুরান একটা গেম - Fable - The Lost Chapters. খেলে নিয়ে কাহিনী বর্ণনা করতে গিয়ে ইতিমধ্যে একজন ননগেমারের কান পঁচিয়েছি, দেখি এখানে আরো কান পাওয়া যায় নাকি
খেলার ধরণঃ রোল প্লেয়িং (অর্থাৎ আপনাকে একটি চরিত্র দিয়ে গেমে...