বেতস লতা তেঁতুল পাতা
অল্প হাওয়ায় তিরতিরিয়ে কাঁপে
শুভ্র রঙ্গিন মোমবাতিটা
যায় গলে যায় একটুখানি তাপে ।
মোমবাতিটা পুড়ছে কেন
কাপছে কেন চিকন চিরল পাতা
মোহন ঢঙ্গে আগুন জ্বলে
ঝড় বইয়ে দেয় শরীর অনাঘ্রাতা ।
আমার দোষই সবাই দেখে
নিরজনে একলা আমি কাঁদি
পুড়ছি বলে কাঁপছি বলে
আমিই অপরাধী ?
মোঃ জাহিদ হোসেন