গতকালকে মোবাইলটা হারালো। কোথা থেকে বলতে পারবো না। বাইরে ছিলাম। বাসায় ফিরে অনেক রাতে দেখি নাই। সিমটা অনেক পুরা্নো। যত পুরানো ভাবতাম তারচেয়ে পুরানো।
বসে বসে চোরের শাপ শাপান্ত করলাম কিছুক্ষণ। তার একটাও যদি বেচারার লেগে থাকে তাহলে তার এখন হাসপাতালে থাকার কথা। কাস্টমার কেয়ারে ফোন দিলাম সিমটা বন্ধ করার জন্য। বেটি বলে এককাজ করেন, সিমটা ১০০ টাকা দিয়ে তুলে ফেলেন। মনে মনে ভাবলাম...