তানভীর ভাইয়ের বাসায় আবারো পটলাক পার্টি। মূলতঃ ভাবীর উদ্যোগেই এই আয়োজন। উপলক্ষ-- পহেলা বৈশাখ ১৪১৭। এখানে বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে ঘটা করে নববর্ষ উদযাপন হবে, তবে সেটা অনেক পরে; পরীক্ষা-টরীক্ষা শেষ হলে। ততদিন তো আর বসে থাকা যায়না, তাই আজ সন্ধ্যায় আমাদের নিজেদের এই আয়োজন।
মেন্যু (ছবির ক্রমানুসারে নয়)
১। দুই ধরনের আলু ভর্তা
২। টমেটো ভর্তা
৩। ব্রকলি...