কাফকার পোকা
বড় বেশী তেষ্টা পায় রাতে
তাই শিয়রে জলের গেলাস, জল আছে তাতে।
কেন জানি আজ রাতে
ভুলে গেছি গ্লাসের ঢাকনা তুলে দিতে।
ইদানিং ভুলগুলো
বড় বেশী এলোমেলো।
তেষ্টাতে ঘুম ভেঙে গেলে,
দেখি পোকাটি আগুন ভেবে ঝাঁপিয়ে পড়েছে জলে।
তারপর সে কি ছটফট-চিৎকার চেঁচামেচি
একাই শুনেছি আমি-একাই জেগে আছি।
কলমখানি তুলে নিলাম টেবিল হতে
ঈশ্বর আমিই এখন-পারি ওর জীবন ফিরিয়ে দিতে।
মাঝরাতে কলম হ...