পাগল মন
শুরুর কিছু কথাঃ ছোটবেলায় স্কুলের পরীক্ষার জন্য বাংলা রচনা মুখস্থ করতাম, ক্লাস নাইন পর্যন্ত এভাবেই চলে। তখন হরলাল রায়ের বিশাল মোটা একটা বই পড়তাম, যেখানে অনেক বাংলা রচনার মাঝে একধরণের রচনা ছিল, বিভিন্ন কিছুর আত্নকথাঃ একটি রাস্তার আত্মকথা, একটি পেন্সিলের আত্মকথা আরও কত কি। আমি মাঝে মাঝেই সেগুলো পড়তাম। সচলের আগের ব্যানারের জানালা দেখে মনে একটা জানালারও তো অনেক ক...