২৪ এপ্রিল, ২০১০
হুমায়ূন আহমেদের একটা ভুতের গল্পে পড়েছিলাম ভূতরা নাকি 'আলো' খায়। সে অনেক আগের কথা, কিন্তু অনেক বছর পর এসে একটা জিনিশ বুঝতে পারলাম - ঐ গল্পের ভূতের সাথে ফটোগ্রাফারদের অনেক মিল। হ্যাঁ, কোনো ফটোগ্রাফারের সামনে তার প্রিয় ডিশ রাখার পরও সে যদি বাইরে চমৎকার আলো পায়, তাহলে সে অবশ্যই ঐ খাবার ছেড়ে বাইরে চলে আসবে ছবি তুলতে। যদি কারো কখনও কোনো পাগলা ফটোগ্রাফারের সাথে বাইরে কোথ...
[অত্র অঞ্চলে প্রবেশের পুর্বে একবার নয়, দুইবার নয়, প্রয়োজন বোধে সহস্রবার ভাবিয়া-চিন্তিয়া, তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করিয়া এক সপ্তাহের মধ্যে উক্ত কমিটির ইন্টেলেকচুয়াল রিপোর্ট লইয়া গুরুগম্ভীরতার সহিত মস্তিষ্কের তীব্র চিন্তা-চেতনা মিশাইয়া বিবেচনা করুন। যাঁহারা উত্তম সাহিত্য অন্বেষণে নিজেদের জীবন-যৌবন বন্দক রাখিয়াছেন তাঁহাদের জন্যে এই অঞ্চলটি অতীব ঝুঁকিপূর্ণ বলিয়া ঘ...