[justify] হঠাৎ করেই কয়েকঘন্টার একটা অবসর পেয়ে গেল নাসের। সকাল সাড়ে আটটায় একটা মিটিং ছিল অফিসে, লাঞ্চ পর্যন্ত গড়ালো। খেয়েদেয়ে এসে কিউবিকলে ঢুকে নাসেরের খেয়াল হলো কালকে ছুটি এবং আজকে আর কোন মিটিং নেই। অফিসে বসে থাকা যায়, তবে অহেতুক। কী করা যায়, ভাবতে বসে খেয়াল করল নাসের, অবসরটা যেন কেউ কলার খোসার মত উপর থেকে ওর মাথার উপর ফেলে দিয়েছে, খুশি হওয়ার মত কোন ঘটনা না। অবসরে নাসের কখনো বাইরে যায় না, ...