তোমার জন্য মুগ্ধতা সমস্ত আয়ুকাল জুড়ে তোমার ইচ্ছের পরশে গলে মোম হয়েছি নিতে পারো যেমন খুশি গড়ে তোমার ইচ্ছেগুলো আমার আকাশ সেথায় সুখ পাখিরা উড়ে।
মিনা আহমেদ