কেরামত উল্ল্যা বিপ্লবের সম্ভাবনার যখন মৃত্যু ঘটছে তখন নতুন সম্ভাবনার আলোয় আলোকিত হতে তিনি ছুটেছেন গ্রামের বাড়ীতে।
ফুটফুটে নতুন মুখ এসেছে ঘরে। বাবা হয়েছেন তিনি।
একজন রির্পোটার কেঁদে কেঁদে সবার কাছে প্রার্থনা করছেন -'আমাদের কে বাঁচান, ক্যামেরাম্যান ভেজা চোখে ধারণ করছেন সহকর্মী...