গত কয়েকমাস ধরেই তক্কে তক্কে ছিলাম কয়কেনহফ যাওয়ার। কয়কেনহফে টিউলিপ গার্ডেন একটা দেখার মতো জিনিষ। সমস্যা হচ্ছে এটা সব সময় খোলা থাকে না। এই বছর মার্চের ১৮ থেকে মে'র ১৬ পর্যন্ত খোলা দর্শনার্থীদের জন্য। গত বছর একটুর জন্য মিস করার পর এবার প্রতিজ্ঞা করেছিলাম যাবোই যাবো।
কয়কেনহফ যাদের যাওয়া হয়নি, তাদের জন্য অল্প কিছু তথ্য দিতে চাইছি। কয়কেনহফ মূলতঃ টিউলিপ ফুলের খামার। আসলে এটা বিশ্ব...