নাচুঁনে বুড়ি আমি আগেই ছিলাম। বহু কষ্টে নিজেকে গৃহবন্দী করে রেখেছিলাম গত ৪টা বছর। কিন্তু তারেক অণু-র ঢোলের বাড়িতে আর সাম্লাতে পারলাম না নিজেকে। তাই তেহজীব যখন বলল যে বলেন কই যাবেন, সব খরচ আমার তখন আর না করতে পারলাম না। অনেক বার ঠিক করার পরেও বিরিশিরি যাওয়া হয়ে উঠেনি এর আগে। তাই গত ১ ডিসেম্বর ২০১১ সকাল বেলা রওনা হয়ে গেলাম ক্যামেরা হাতে। এটি সেই এলোমেলো ভ্রমণেরই গল্প।
[justify]ক’দিন ধরেই মাথায় বান্দরবন ঘুরে আসার ভূত চেপেছে। নতুন ভূত নয় যদিও, কিন্তু সম্প্রতি নীলগিরি-র উপর একটি প্রামাণ্যচিত্র দেখে অব্দি একটা আগ্রহী গ্রুপ যোগাড়ের চেষ্টায় আছি। নীলগিরি নিয়ে ভাবতে ভাবতে খেয়াল হল যে, গেল শীতে ঘুরে আসা নেত্রকোনার বিরিশিরির ছবিগুলি এখনো আপলোড করা হয়নি। বিরিশিরির ছবি বাছাই করতে গিয়ে এখানে কিছু শেয়ার করতে ইচ্ছে হল, যারা আমার মতন ভ্রমণপিপাসু তাদের হয়ত ভাল ...
[justify]ক’দিন ধরেই মাথায় বান্দরবন ঘুরে আসার ভূত চেপেছে। নতুন ভূত নয় যদিও, কিন্তু সম্প্রতি নীলগিরি-র উপর একটি প্রামাণ্যচিত্র দেখে অব্দি একটা আগ্রহী গ্রুপ যোগাড়ের চেষ্টায় আছি। নীলগিরি নিয়ে ভাবতে ভাবতে কাল রাতে খেয়াল হল যে, গেল শীতে ঘুরে আসা নেত্রকোনার বিরিশিরির ছবিগুলি এখনো আপলোড করা হয়নি। বিরিশিরির ছবি বাছাই করতে গিয়ে এখানে কিছু শেয়ার করতে ইচ্ছে হল, যারা আমার মতন ভ্রমণপিপাসু তাদে...