…তো বলছিলাম যে, মানুষ প্রাণিটা যন্ত্রের মতোই। মনুষ্যযন্ত্রের অস্বাভাবিক জটিলতার কারণেই একে রহস্যময় আর অযান্ত্রিক মনে হয়। আধ্যাত্মিক কোনকিছু আসলে মানুষের মধ্যে নেই। মানুষের যা কিছু, সবই তার নীতিমালায় লেখা থাকে। সেই নীতিমালা অমোঘ। সেখানে লেখা থাকে অনার্য সঙ্গীত কখন আরেকটা মানুষকে খুন করবে বা আদৌ করবে কিনা! সেখানে লেখা থাকে কখন কেউ সব নিয়মের ব্যতিক্রম করে কেবল ভালোবাসার জন্...