আঁকাআঁকির হাত আমার কোনোকালেই ছিল না। ফুল, পাখি, বাড়িঘর কিংবা গ্রামের দৃশ্যাবলী কোনোদিনই আঁকা হয় নি। খুব ছেলেবেলায় গ্রামের যে স্কুলে পড়েছি, সেখানে আঁকাআঁকির কোনো বালাইও ছিল না। কিছুদিন আগে ফেসবুকে ‘বিটস্ট্রিপ’ খুব জনপ্রিয় হলো। সবাই নিজ নিজ কার্টুন অবতার এঁকে ফেললো। তার সাথে আরো কতো মজাদার সব সংলাপ। ভাবলাম আমিও একটা এঁকে ফেলি। সোনম কাপুরকে নিয়ে ‘বিটস্ট্রিপ’-এ চড়ে একটা ড্রিম ডেটে যাই। চোখ, মুখ
[img=small][/img]
সাজিদ-বিন-দৌজা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিপার্টমেন্টের সিনিয়র লেকচারার। আঁকাআঁকি করেছেন দীর্ঘদিন ধরে। উন্মাদে আছেন, কার্টুন আঁকেন, ক্যারিকেচার করেন, মাঝে মাঝে তার এক্সিবিশনের কথা শুনেছি। আমার সাথে পরিচয় উন্মাদে। একদিন ভার্সিটিতে লিফটের সামনে দেখা, আমাকে উনার কার্ড ধরিয়ে দিয়ে বললেন ক্যারিকেচার করে দিতে। সত্যি অর্থে ভয় পেলাম, বিপন্নও বোধ করেছি ভেবে কীভা ...