আররে রবীন্দ্রনাথ
তোমার সঙ্গেই তো নেচেছিলুম সেদিন
আঙুলের ইতিহাসে একতারার হাফবাউল ড়িং-ড়াং তুলে
ফ্রি স্কুল স্ট্রিটের জমঘট থেকে সদর স্ট্রিটের লবঙ্গবাজারে
যেতে-যেতে তুমি বললে, আমাগো শিলাইদহ থিকা আসতাসি
আলুমুদ্দিন দপতর যামু
আগুন আর জলের তৈরি তোমার ঠোঁটে
তখনও একচিলতে ব্রহ্মসংগীত লেগেছিল কী গরম কী গরম
গ্যাবার্ডিনের আলখাল্লা ফেলে দিলে ছুঁড়ে
দেখলুম তোমার ফর্সা গায়ে জোঁক ধরে...
ওগো স্তন্যপায়ীভাষা পিপীলিকাভূক মুখচোরা
ভূচর খেচর জলচর দাম্পত্যজীবনে তুষ্ট একশিঙা
নীলগাই বারাশিঙা চোরাকিশোরীর হাতে মূল্যবান প্রাণী
স্হলে বিচরণকারী উদবিড়াল গন্ধগোকুল বিনোদিনী
শব্দগহ্বর খেয়ে নোকরশাহির রাজ্য এনেছো এদেশে ।
২ ভাদ্র ১৩৯২
যে পার্টি চাইছেন সে পার্টিই পাবেন
বিশ্বাস এক দুর্ঘটনা
বুকপকেটে শ্রেণি
প্রতিরোধী থাকেন জেলে
কাজুফলের ফেনি
বরং ভালো
ভুল অঙ্কের ডানা
উড়বে হাগবে অ্যালজেবরার
বেঠিক উত্তরে
অম্ল পিত্ত কফের চাকে
বিশ্বাসী আস্তানা
মোড়ল দলের পাড়ার কেউ বা
আওড়ায় বেঘোরে
ছাদঢালায়ের সমরবাদ্য
কর্তাবাবার জানা
মেলাবেন তিনি অন্তরীক্ষে
মোক্ষ একখানা