প্রচণ্ড এক অণ্ড শূন্য লণ্ডভণ্ড করি -
সজোরে পড়িলো, শুরু হইলো হুড়াহুড়ি
সশব্দে ফাঁটিলো করি মহা সে বিস্তার
সকলে ভাবিলো আর নাই গো নিস্তার!
ত্রিভুবন কাঁপাইয়া দেখো মহা ঝাঁকি লাগে
দেব'এ দৈত্য-স্কন্ধে করি পড়িমরি ভাগে!
একদা সে সাধু ছিল এমনি ভীষণ
তার কাছে সব ঋষি নামে প্রহসন
তপোবলে আনিলো সে এক দেবতারে
হা হা করি হাসি দেবে চারি মুণ্ডে ঘাড়ে
বলে, 'ওহে ভক্ত তোমার ধ্যানেতে গলিয়া
স্বর্গ ছেড়ে মর্ত্যে দেখো আসিনু চলিয়া
চাও তবে কিবা চাহো তবে শর্ত রয়
তিনখানি বর বেশী কভু একটি নয়
আরো একটা কথা শুনো কর্ণদ্বয় খুলিয়া
অমরত্বের বর তুমি যাওগো ভুলিয়া'
শুনিয়া তো সাধু রাগি দাঁত কড়মড় করে
দেবতারে ধরে বুঝি এই সেই মারে!
দ...