Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

উত্তরাধুনিক

অন্ধলোকের কড়া নাড়া

অনিন্দ্য রহমান এর ছবি
লিখেছেন অনিন্দ্য রহমান (তারিখ: মঙ্গল, ০৮/০৬/২০১০ - ৯:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

“One could spend years on this sentence” (from ‘Demeure: Fiction and Testimony’ by Jacques Derrida)

১.
এই পোস্টটি দীর্ঘ। বিরক্তিকর। এবং ক্লান্তিকর। তাই পাঠকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আরো আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি মূলত পাঠকের কাছে যার একটি পোস্ট আমাকে এই পোস্টটি লিখতে ঠেলা দিয়েছে। সেই ঠেলায় যদি ব্যক্তি মূলত পাঠক আক্রান্ত বোধ করেন, তাহলে বলব এটি কখনোই আমার উদ্দেশ্য নয়।

আমার উদ্দেশ্য সম্পর্কেও একটি পরিস্কার ধারণ...