১৯৭২ সনের ৩০ জানুয়ারি। নর্দার্ন আয়ারল্যান্ডের ছিমছাম শহর ডেরী। স্বাধীনতাকামী আইরিশ রিপাবলিকানদের ঘাটি বলে পরিচিত এই শহর। ১৯২২ সনে আইরিশ স্বাধীনতার সময় এক থাবায় আয়ারল্যান্ডের মানচিত্র থেকে এক ষষ্ঠাংশ ভূখণ্ড ইংল্যান্ড কেন্দ্রীক বৃটেনের শাসকরা ছিনিয়ে রাখে। স্বাধীনতার জন্য ব্যাকুল থাকলেও সেই অংশে পড়ে যায় ডেরী। এর পর থেকে বৃটেনের চোখ সব সময় এই শহরটাকে নজরবন্দী করে রাখতো। ব্...