সিটে বসার কিছুক্ষণের মধ্যেই চোখজোড়া ঘুমের ভারে প্রায় লেগেই যাচ্ছিল। এমন সময় সামনের সিটে রাখা হাতের দিকে নজরটা যায়। বিশেষ করে ঘড়ির দিকে। অবাক হয়ে লক্ষ্য করলাম, সেটা নষ্ট।
জহিরুল ইসলাম নাদিম
তোমরা বোকা গাধা-
মিথ্যে কথা এমনি বলো
যায় লেগে যে ধাঁধা।
গাড়ি চলে ঘোড়াও চলে
মৌমাছিদের পাখনা থাকায়
মানতে পারি ওরাও চলে।
নৌকো চলে জাহাজ চলে
স্বপ্নে উড়ে পরী চলে,
কিন্তু শুনে ভয় লাগে না
যখন বলো ঘড়ি চলে?
চলত যদি তবে-
হাতের ঘড়ি থাকতো হাতে?
পালিয়ে যেত কবে!