১ http://www.sachalayatan.com/guest_writer/33028
পাখিরা উড়তে উড়তে সৃষ্টিকর্তা কালো হ্যাক্ট্সিনের কাছে এসে বলল "আমরা খাব কি?" এ কথা শুনেই কালো হ্যাক্ট্সিন তার হাত উপরে তুলে ধরে চারদিকে ঘুরাতেই হাত ভরে গেল নানা প্রকার শস্যে। সবগুলোকে চারদিকে ছড়িয়ে দিল। পাখিরা সব হুমড়ি খেয়ে পড়লো। কিন্তু ইতিমধ্যে শস্যগুলো সব কীটপতঙ্গ, কেচো অথবা ঘাসফড়িং হয়ে চারদিকে ছড়িয়ে যেতে থাকলো, কেউ কেউ বা লাফাতে থাকলো।প্রথম প্রথম ...