জহিরুল ইসলাম নাদিম
[প্রায়শঃই দেখি সচল,হা-চল সুযোগ পেলেই (না পেলেও!) স্মৃতিচারণ করেন। তখন অচল আমাদের বুক ফাইট্টা যায়। তো ভাবলাম একটু স্মৃতিকাতর আমরা অচলরাও হই। অনেক আগে এই ছড়া লেখা হইছিল। কিন্তু সচলায়তেন প্রকাশ পাওয়ার জন্যই বোধয় সেইটা লাপাত্তা হইয়া গেছিল -- এখন যখন খুঁইজা পাইলাম তো সেটা প্রকাশের চেষ্টা লওয়া যাক। কী কন আপ্নেরা?!]
তাক ধিনা ধিন ধিন
আমি মুড়ির টিন,
রাজধানীতে আলসেমি ...
[justify] রাবি মেইন গেটের সামনে পাঁচ মিনিট দাঁড়াতেই পেয়ে গেলাম ইলেক্ট্রিক পঙ্খীরাজের দেখা। রিজার্ভ-এ যেতে চাই শুনে পঙ্খীরাজচালক বললেন আমাকে গন্তব্যস্থলে পৌঁছে দিতে নেবেন ৪০ টাকা। রিজার্ভ না হলে আরো লাভ হত সেইটেও জানিয়ে দিলেন যাতে আমি আর দরদাম না করি। আমি মধ্য দুপুরে প্রিয় শহরের অপ্রিয় খরতাপ ভোগ করতে হবে না জেনে সানন্দেই রাজি হই তার প্রস্তাবে। খুশি হব...