Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

ধূসর

বিশেষ শর্তপূর্ণ অগ্রণী

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২৭/০৬/২০১০ - ৫:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

বিশেষ শর্তপূর্ণ অগ্রণী
“স্বার্থত্তা”

ঘুরে ফিরে তোমার চারপাশ
শ্রুতিপট আর দর্শন বার্তায়
শুধু হা-হা-কার আর হতাশ।

ধূসর রঙের দুখের মায়া
বদ্ধ করে সব সুখ;
অলিগলি দু’পাশ ধরে
খুঁজে পাবে, তোমার নীড়
পাবে অনাবিল সুখের ছায়া।

***
তুমি অবুঝ হয়েও, সবুঝ-কে দাও জ্ঞান।
তারপর-ও, তোমার জ্ঞানে তারা লিপ্ত।
কষ্টের ধুম্রজালে, ধুমড়ে-মুচড়ে
আজ তারা অনুতপ্ত।

তোমার তো আছে
সুখের নীড়,
সে নীড়ে হিমেল ব...