সকালে ঘুম থেকে উঠলাম বরাবরের মতই মায়ের ডাকাডাকিতে। বয়সটা নিতান্তই কম হল না, ইউনিভার্সিটির গণ্ডি পেরিয়ে কর্মজীবনে প্রবেশ করছেই তাও প্রায় একবছর হয়ে গেল, কিন্তু সকালে নিজে নিজে উঠতে না পারার অভ্যাসটা এখনও গেলোনা। দু-তিনটা মোবাইল এ অ্যালার্ম বা গোটা চারেক অ্যালার্ম ক্লকও আমার স্বভাব বদলাতে পারেনি, শেষ পর্যন্ত মা-ই ভরসা আমার সকালে ওঠার মিশনে। এই সকালের ঘুমটার প্রতি আমার বাড়াবাড়ি ...