[justify]আহমদ ছফার জন্ম আষাঢ় মাসে। জন্মস্থান চট্টগ্রামের চন্দনাইশ থানার গাছবাড়িয়ায়। তাঁর পিতার নাম হেদায়েত আলী। একজন বিদ্যোৎসাহী মানুষ হিসেবে তাঁর সুনাম ছিল। চন্দনাইশ এলাকায় কম্যুনিস্ট পার্টির তৎপরতা শুরু হলে ছফার বাবা ছেলেকে এই পার্টির কর্মীদের সাথে কাজ করতে উদ্বুদ্ধ করেন। এমনকি দূরে সভা হলে ছেলেকে ঘাড়ে নিয়ে গেছেন সভাস্থল পর্যন্ত।
প্রাইমারি স্কুলে ক্লাস থ্রিতে পড়ার সময় ছফ...