==নিশা==
কেউ কথা রাখেনি ।
সাড়ে সতের বছর কেটে গেলো কেউ কথা রাখে নি।
ক্লাস এইটে পড়াকালে বাবা মা বলেছিলেন, "শুধু সাধারণ গ্রেডেই বৃত্তি পাও মা-মণি, তোমাকে কিবোর্ড আর ক্যামেরা মোবাইল কিনে দিবো।"
পরীক্ষা দিলাম।
সাধারণ গ্রেডে নয়, ট্যালেন্টপুলে নয়, বৃত্তি পেলাম মেধাতালিকায়।
কিন্তু কিবোর্ড তো দূরের কথা, একটা স্লেট বোর্ডও পেলাম না।
আর ক্যামেরা মোবাইল?
বৃত্তির টাকা দিয়ে কিনলাম নোকিয়...