Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

প্রখর এর কবিতা

পৌনপুনিক‏

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ২৪/১০/২০১২ - ৯:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পৌনপুনিক‏
--------------------- প্রখর-রোদ্দুর

যোগী হলে হয়তো অবিরাম শব্দটি যথার্থ হতো
তবু প্রায়; বিলক্ষণ,
রাতের নির্জনতায় বিশুদ্ধ কর্পূর জ্বলে
তপ্ত পাপের অনলে।
ঝিম ধরা কোন দুপুরে টুকরো মেঘ এলো মেলো ভাসে যেমন
একাকী চিলের দিকে তাকিয়ে -
বিলাসী অনুভব ভর করে চুলচেরা নাগরিক জীবনে।
কাকচক্ষু জলে ক্ষুদ্র পোকাদের চলাফেরায়
নিস্তরঙ্গ স্থিরতায় যৎ সামান্য ঢেউয়ের আলিঙ্গন হলেও


বিহ্বল হয়ে আছে মনথর আষাঢ়ের দিন

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ২০/০৭/২০১১ - ৮:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

বিহ্বল হয়ে আছে মনথর আষাঢ়ের দিন
--------------- প্রখর রোদ্দুর

মধ্য দুপুরের কিছু পরে-

সিঁধেল চোরের মতো যেদিন একটু আঁচ,
মাড়োয়ারি কোকিলের কুউউউ বাশির ফুউউক,
লোলুপ বেড়ালের মতো মোম শিখা টুকুর উত্তাপে,
প্রথম পরশ দিয়েই,
অনবরত ছড়িয়ে গেছো স্পর্শের শিকড় বাকড়-
সেদিন বুঝি....
দিনাতিপাত সূর্য গ্রহনের হরিপদ উপোষ,
অমাবস্যা থেকে পূর্ণিমার হিসেব কষে যাওয়া খড়ি রঙ্গে,


সংশয়ে কামনা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০১/০৭/২০১১ - ১১:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সংশয়ে কামনা
- প্রখর রোদ্দুর

রেবতী তোর মাতাল ঝড় এ
কালকে যতো ডাল ভেঙ্গেছি
পাখির বুকে শিমুল বীজে
বাধ মানেনি ব্যাধ পুড়েছে
আক্রমণের সংগোপনে
জবার আগুন তারায় ফুটে
বৃন্ত খোঁড়ার লেপ তোষকে
উষ্ণ আদর আঁচল পাকে
ঘুমিয়ে থাকা জন্তুটাকে
ডাকাত হওয়ার মন্ত্র দিলি।


কেবল বৃষ্টি এলেই সব ভিন্নতা চারিপাশে

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ১৭/০৬/২০১১ - ৯:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

কেবল বৃষ্টি এলেই সব ভিন্নতা চারিপাশে
------------------------ প্রখর রোদ্দুর

নদী যতই বয়ে চলুক
আসলে সে ফন্দি ফিকিরে থেকে যায় নিজেরই কোলে
যেমন গাছেদের চলাচল পাতায় কিংবা ডালে
কিংবা ফল ফুলের শাখে
বাতাসেরও ফিনিক হাসি কিংবা গুরুগম্ভীর গর্জন
সেও হুকুমের রিমোট চেপে খুব নিজস্ব বলয়ে মাপা
কেবল বৃষ্টি এলেই সব ভিন্নতা চারিপাশে

রাজার মুকুট মানিক্য খচিত
রাজ্যপাট কিংবা শৃঙ্খলের সংসার বাস


এই পথ চিরদিন

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ২৯/১০/২০১০ - ৮:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

এই পথ চিরদিন _______
প্রখর এর কবিতা

পথ চলে যায় -
পায়ের পেশন পিশে কিছুটা ফাঁক গলিয়েও
সময়ের হাতে, স্রোতের তোড়ে,
কালের নিশি, কিংবা বেলার রোদে
কালো পীচ, ইট, বালি, শুরকির তপ্ততা
এখানে ওখানে খানা খন্দে চাকার পতনের মূঢ়তা
ঘষটে ঘষটে চলা পেট ভর্তি বাতাসের হাসি
যেন জীবন পারি দিয়ে খয়ে যাওয়া সরকারি ক্ষয়কাশ।
গলি থেকে উপগলি পত্নী, কিংবা তাওয়াইফ লুকোচুরি
চ্যাপ্টা বোতলের মুখ আধো নিমজ্জন, ...


যেতে চায় যেতে দি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ০৭/০৯/২০১০ - ১:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যেতে চায় যেতে দি
প্রখর রোদ্দুর____

ঠিক যেমন নদী জানে-
গড়িয়ে যাবে জল
নিয়ে যাবে নুড়ি, গুল্ম
নিয়ে যাবে চর,
ধীরে ধীরে নিয়ে যাবে একে বেকে
সমগ্র সর্পিল শরীর ময় সাম্পান ভাটিয়ালি।

যেমন নীড় জানে-
উড়ে যাবে পাখি তার
একদিন সাঁঝ নেই, গোধূলি কিচির
বাতাস উপযাচক টানে উড়িয়ে নেবে, খড় কুটো
ধীরে ধীরে পচনের হাতে সমস্ত ডালটাই
ন্যাতানো নুলো ভিখিরি।

রাতের তারারা হারাবে আলোর অভিসারে,
জেনেও পে ...


এমন যদি করবিরে তুই

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২৪/০৮/২০১০ - ৯:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

এমন যদি করবিরে তুই
প্রখর এর কবিতা______

এমন যদি করবিরে তুই
কেন আমার মনটারে ছুঁই
দ্বীপ জ্বালায়ে আধাঁর সাঁঝে
হারিয়ে গেলি অতল মাঝে

দেখবি বলে অমরাবতী
আকাশ খুলে মেঘের ছাতি
স্বপন খুলে ঘুমের দেশে
আমায় পাবি রাজার বেশে

এমন হাজার গল্প মেলে
রুপোলি চাষ নৌকো জেলে
শুন্য ছিলো উঠোন কায়া
ছড়িয়ে ছিলি মনের মায়া

আমিও কেমন বেখেয়ালে
ঘুম দুপুরে মায়ার কোলে
নিঃস্ব সেজে সকলে দিয়ে
একলা জীবন য ...


আছি নির্বাসনে

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৯/০৭/২০১০ - ৮:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রখর-রোদ্দুর
_______________

ঠকাস শব্দে সোডার ছিপি খোলার মত বিরক্তির আওয়াজে "if fact then matter"
যত অকারণ বায়নাক্কা, আর সহজ কথায় জরিদার বেলুচির সোনালী কাজ-
কেবল বিয়ের সাজেই এক প্রহরে মানায় ।
ন্যাকামির জোয়ারে যদি ভেসে যায় শেষ পারানির নাও, তবে
হিসাবের খাতায় খতিয়ানে ভরপুর লসের বুদবুদ ।
গুনের বালাই নেই,গুন হীনতার থোরাই কেয়ার বালিকার মন-
ভালোবাসা! যদি হয়, তবে চার পাণ্ডব থেকেও ধ্রুপদী অর্জুনের
আর যদ ...