কাঁকন বয়েস ত্রিশ, সমাজবিজ্ঞানের আজ অথবা আগামীর দার্শনিক। বিতার্কিক, লেখক, নাট্যনির্মাতা, মাইকে ওর গুণের কথা বলতে গেলে রিক্সা আরেফিন স্যারের গলি পেরিয়ে যাবে, মাহবুবউল্লাহ স্যারেরও জানা হবে না কে ছিলো এই কাঁকন।
কাঁকনের দাদাকে আমরা রাডক্লিফের ঈশারায় ৪৭ সালে বেনাপোলে পৌঁছে দিয়েছিলাম।ওর বাবা মালাঊন হয়েও কীভাবে বাঁচলেন এতগুলো বছর, যার পিসতুতো বোনদের ৭১এ পাড়াত যুদ্ধপরাধীদের ঈশা...