=== অনন্ত ===
ঘরের তাপমাত্রা সবসময়ই সত্তরে এ ফিক্সড করে রাখি। সত্তর মানে আবার আমাদের দেশের সত্তর ডিগ্রি সেলসিয়াস না, আম্রিকার ফারেনহাইট। বাংলাদেশেরটা হলে খবরই ছিল। আমি যে বাসায় থাকি এখানে বিদ্যুতের বিল নিয়ে আমাকে ভাবতে হয় না। এটা আম্রিকাতে চরম বিরল। তাই আমি আমার মত করে তাপমাত্রাকে টানা হেঁচড়া করি। এতে যা হয়েছে, এখন একটু গরম পড়লেই অস্বস্তি লাগে। ওরে বাউরে, হেতেনে ওঁনি আম...