গ্রামের বাড়িতে গেলে বাপ-চাচারা চিন্তায় পড়েন- লোডশেডিঙের কষ্ট সইতে পারবো কিনা! সন্ধ্যে ছয়টা থেকে রাত এগারটা পর্যন্ত বিদ্যুৎ তো থাকেই না, বরং গভীর রাতে শুরু হয় বিদ্যুতের আসা-যাওয়ার মান-অভিমান খেলা। আমরা হেসে ফেলি- ‘কিচ্ছু হবে না। ওসবে আমাদের অভ্যাস আছে।‘ বাপ-চাচারা বিশ্বাস করতে চান না- ‘ঢাহায় আবার কারেন্ট যায় নাহি?’
বিদ্যুৎ বিভাগের কাছে মফস্বল শহরগুলোই প্রান্তিক; গ্রাম তো সেখান...