৩ জুলাই, দেশের বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল 'এনটিভি' অষ্টম বছরে পা দিয়েছে। দিনটিকে স্বরণীয় করে রাখতে এনটিভি কার্যালয়ে জমেছিলো দেশের শীর্ষ স্থানীয় ব্যক্তিদের মিলন মেলা।নিঃসন্দেহে এটি একটি সংবাদ । বিশেষ করে আমাদের গণমাধ্যমের জন্য খুশির খবর যে একটি চ্যানেল এতো সীমাবদ্ধতার মাঝেও সাত বছর অতিক্রম করেছে। আমার আলোচনার বিষয় এনটিভির জন্মদিন নয়, ঐ দিনটিকে কেন্দ্র করে সংব ...