কী শেখালে কাঁকন বালা
অমন করে,
চবিশ বছর পড়ল যেন
জ্বরের ঘোরে!
চোখে আঁধার, শরীর পোড়ে
মন উতালা
কেমন করে শুকনো চরে
ঝড় উঠালা?
মলয় রায়চৌধুরীর কবিতা "শব্দের নিজস্ব কালখণ্ড"
এক নম্বর গায়কের গাওয়া
বাংলাভাষী নৌকোয় চেপে
পাড়া-বেড়ানি মেরুন ম্যালেরিয়া
এই বাতাস-সুখী বাঁশবনে
মেশিন-হাসি ঠোঁটে পড়ে আছে
খড়ল্যাংটো দ্যাবতার পায়ে
পানাপুকুরে পোকার সবুজ জলখোদাই
গায়ে মেখে ছাগলগন্ধা বউটি
যখন ভোররাতে স্বনামে ফিরলেন
দেহস্তাবকদের আলিঙ্গন ধুতে
খটকা লেগেছিল যে ওনার দালালটা
কাজের লোক নাকি যৌনকর্মী
২৪ জুলাই ১৯৯৮