গত পরশু সকালে কলেজে গিয়েই শুনলাম সেকন্ড ইয়ারের একটা ছেলে কলেজের ১৫ তলার ছাত থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। একজন শিক্ষক দেখে ফেলায় ছেলেটি প্রাণে বেঁচে যায়। ছেলেটির আত্মহননের চেষ্টার কারণ পড়াশোনার তীব্র চাপ, বায়োকেমিস্ট্রির একগাদা পেন্ডিং আইটেম(মেডিকেল কলেজের ক্লাস-টেস্ট তথা টিউটোরিয়াল)। মনটা ভারী হয়ে গেল। আইটেম নেয়ার ফাঁকে এ নিয়ে ছাত্রদের সাথে দু-একটা কথা বললাম। স্কুল থেকেই চলছে এই অসুস্থ মধ্
জাকির জাহামজেদ
ক্রিকইনফোর যে ভদ্রলোক ম্যাচ রিপোর্ট লিখেছেন, তার নাম লেখা নেই, রিপোর্টের উপরে লেখা ক্রিকইনফো স্টাফ, আর একেবারে নিচে গ্লাসগো। হয়তো তিনি তার নাম লেখেননি লজ্জায়, আমরা এটাই ধরে নিতে পারি। হয়তো ভদ্রলোক নিছক ম্যাচ কাভার করতে না, গ্লাসগো ঘুরে আসতেও গেছিলেন, অবকাশ যাপনের একটা সুপ্ত ইচ্ছেও হয়তো মনের ভিতরে ছিলো। কিন্তু তিনিও কি ঘুণাক্ষরে ভেবেছিলেন, এমন লজ্ঝা তাকে দেখতে ...