১.
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের এরিজোনা স্টেটের টেম্পিতে রাবার ড্যাম ব্রেক হয়েছে। একটি কনফারেন্সে যোগদানের জন্য ২০০৯ এর জানুয়ারীতে ফিনিক্স গিয়েছিলাম, তখন সৌভাগ্য হয়েছিল টেম্পি টাওন লেকের এই রাবার ড্যামটি দেখবার। সল্ট রিভারের যে অংশটি টেম্পিতে এরিজোনা স্টেট ইউনিভার্সিটির পাশ দিয়ে প্রবাহিত হয়েছে তার পূর্ব ও পশ্চিম দিকে রাবারের বাঁধ দিয়ে কৃত্রিম ভাবে এই লেক তৈরী ...